‘হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে, আমরা শতাব্দীর সেরা বিচার দেখব’

চাটগাঁ নিউজ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে, এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে তিনি ফেসবুক পোস্টে এ কথা লিখেন।

উল্লেখ্য, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হয়ে গেল দুই দিনব্যাপী বিমসটেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া পর প্রথমবারের মতো ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ছিল এটি।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশ ও ভারতে বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে কেমন আচরণ করেছেন; দুই দেশের সরকারপ্রধান কী কী বিষয়ে কথা বলেছেন- এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই বৈঠকে দুই সরকারপ্রধানের আলোচনা ও আচরণের কিছু কথা জানালেন তার ফেসবুক পোস্টে।

শফিকুল আলম ফেসবুক পোস্টে জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি ড. ইউনূসের কাজের প্রশংসা করেছেন।

তিনি লিখেন, ‘বৈঠকে মোদি বলেছিলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি।’

শফিকুল আলম লিখেন, ‘যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তোলেন, তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে, এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও লিখেন, ‘বৈঠকে একটা বিষয় স্পষ্ট ছিল যে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন- ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন- আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই। তবে তা স্বচ্ছতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন শফিকুল আলম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top