কর্পোরেশনের গাড়ি থেকে পড়া ময়লা প্রাণ নিল বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন আরফিন গেট এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ি থেকে পড়া ময়লায় স্লিপ করে একজন বাইক আরোহী নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নগরীর বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।

নিহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম। তিনি বায়েজীদ বোস্তামী থানাধীন বার্মা কলোনির আব্দুল গনির নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়লার গাড়ি থেকে ময়লা ও পানি পড়ে থাকায় রাস্তা অনেটাই পিচ্ছিল হয়ে গিয়েছিল। ওই রাস্তায় একে একে তিনটি বাইক দুর্ঘটনার শিকার হয়ে মোট পাঁচজন আহত হয়।

দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফৌজদারহাট লিংক রোডের আরফিন গেট এলাকায় সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং জোন রয়েছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে ময়লার গাড়ি এ জোনে ময়লা ফেলতে আসে। তবে ওই সকল ময়লার গাড়ি চালকদের দায়িত্বহীনতায় পথে পথে ময়লা ও ময়লা মিসৃত পানি পড়তে থাকে। ফলে বিভিন্ন সময় এ এলাকায় ছোট বড় দুর্ঘটনা ঘটে।

চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন

Scroll to Top