আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৮

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতদের মারধরে আহত হয়েছে আটজন। শুক্রবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে বারখাইন ইউনিয়নের ঝিওরি রঞ্জিত ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিজয় দত্ত (৪২), জুয়েল দত্ত (৪৮), নিতাই দত্ত (৫৬), টিটু দত্ত (৩২), উত্তম দত্ত (২৪), দেবশ্রী (১৪)। এরমধ্যে নিতাই দত্তকে ছুরিকাঘাত ও টিটু দত্ত গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডাকাতরা তিনটি মোবাইল সেট, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ব্যাংকের চেক নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ক্ষতিগ্রস্ত বিজয় দত্ত জানান, রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাদের উপর দিয়ে ডাকাত দল ঘরে ঢুকে। এ সময় যাতে আশপাশের কেউ বের হতে না পারে সেজন্য প্রতিটি ঘরের সামনেও পাহারায় ছিল ডাকাতদলের সদস্যরা। সংখ্যায় প্রায় ১৬ থেকে ২০ জন হবে। তারা সবাই ছিলো চাপাতি, পিস্তলসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত। ডাকাত দল ঘরে ঢুকে ঘরের নারী-পুরুষ সদস্যদের ওপর হামলা চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরে বের হয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবেশীদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top