কর্ণফুলীতে জানাজা পড়তে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় বিএনপি’র সাবেক সভাপতি এহসান খানের জানাযার নামাজ পড়তে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাকপাড়া রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন– কর্নফুলী উপজেলা ছাত্রদল নেতা মোঃ সাকিব, কর্ণফুলী উপজেলা যুবদল নেতা মির্জা আতাউল্লাহ ও ছাত্রদল নেতা মোঃ আতিক।

স্থানীয় সুত্রে জানায়, সকালে বিএনপির সাবেক সভাপতির জানাযা নামাজ পড়তে আসেন বিএনপির শীর্ষ নেতারা। জানাজা নামাজ শেষে রাস্তার মোড়ে একপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দাড়িয়ে থাকলে অন্যপক্ষের সাথে সংঘর্ষে লাগে।

একাধিক বিএনপি নেতা জানান, জানাজায় সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের কর্মীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করলে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে থাকা বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এসময় তাদের উপর ঝাপিয়ে পড়লে সংঘর্ষে সৃষ্টি হয়। এতে তিনজন গুরুতর আহত হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ মোহাম্মদ জানান, সকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিএনপি নেতারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top