বাকলিয়ায় ডাবল মার্ডারে সরাসরি জড়িত দুই আসামি ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলোচিত বাকলিয়া এক্সেস রোডে ডাবল মার্ডারে সরাসরি জড়িত ২ জনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) মধ্যরাতের বিভিন্ন সময়ে একজনকে ফটিকছড়ি থেকে অন্যজনকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুই আসামি হলেন— মো. বেলাল ও মো.  মানিক। গ্রেফতার বেলাল খাজা রোডের বাদামতল এলাকার মো. রফিকের পুত্র। মানিক ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত আবুল হাশেমের পুত্র। তাদের আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চাটগাঁ নিউজকে বলেন,  আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উক্ত ২ আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ (রোববার) রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডের শেষাংশে গুলজার স্কুলে পাশে একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) লক্ষ্য করে ব্রাশফায়ার করে কিছু দুর্বৃত্ত। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও ৪ জন। যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top