মোঘল আমলের কায়দায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক: সুলতানি-মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন নগরবাসী।

আজ সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে ছিল মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

অনেকদিন পর ঢাকা শহরে এভাবে ঈদ উদযাপিত হওয়ায় উচ্ছ্বসিত মানুষ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top