পতেঙ্গায় দিনে-দুপুরে বাসায় ডাকাতির চেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে বাসায় ঢোকার চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া করলে দুই যুবক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুইজন যুবক বয়স ২৫-৩০ এর মধ্যে তারা জসিমের বিল্ডিংয়ের ২য় তলায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে ঢোকার চেষ্টা করলে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে ধাওয়া করে। এসময় একজন সাদা প্যান্ট কালো পাঞ্জাবি পরিহিত আরেকজন গেঞ্জি ও মাথায় ক্যাপ পরিহিত দু’জন যুবকই গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা মৌলানা এখলাছুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে অপরিচিত দু’জন লোক ভাড়া বাসায় তালা ভেঙে ঢোকার চেষ্টা করলে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে ধাওয়া করেন। পরে ডাকাতরা গুলি ছুড়তে থাকেন। যাদের বাসায় ঢোকার চেষ্টা করেছিল তারা ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গেছেন। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিকের সাথেও কথা বলছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top