রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে যুবককে ধরে পুলিশে দিল গ্রামবাসী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসীরা। এসময় ডাকাতির সরঞ্জাম ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড প্রকৌশলী মোজাম্মেল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন (২৪)। সে ককক্সবাজারের পেকুয়া উপজেলার ৪নং ওয়ার্ড জাহাঙ্গীর বাপের বাড়ির নুরুন্নবীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে ৮-৯ জন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে পারুয়ার ঘটনাস্থলে আসে। এসময় স্থানীয় গ্রামবাসী বুঝতে পেরে তাদের ঘেরাও করলে সবাই পালিয়ে গেলেও একজনকে সিএনজি অটোরিকশাসহ (চট্টগ্রাম-থ-১৪-৯০৪৩) ধরে ফেলেন তারা। পরে তার গাড়িতে রাখা কোড়াবাড়ি, ফ্রেমসহ হেস্কোব্লেড, ৩টি স্ক্রু ড্রাইভার, কেবল কাটিং ফ্রাইয়ার্স এবং একাধিক কালো মাস্ক জব্দ করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, গ্রেফতার রিয়াজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা শিকার করে এবং তার সাথে থাকা ভোলার মফিজ, সিলেটের রুবেল এবং পেকুয়ার মুজিব নামে তিন ব্যক্তির নাম উল্লেখ করে। এই ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top