আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ সপ্তাহ অসুস্থ থাকার পর জনসমক্ষে এসেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।সুস্থ হয়ে প্রকাশ্যে এসেই তিনি বললেন, ‘এখনই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রবিবার (২৩ মার্চ) তিনি বলেন, ‘আমি আহ্বান জানাই, অস্ত্রগুলো যেন নীরব হয়ে যায়। জিম্মিদের মুক্তির ব্যাপারে যেন আলোচনা হয় এবং স্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়।’
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস কিছুদিন ধরেই বেশ অসুস্থ। ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থতা অনুভব করছেন।
শনিবার ভ্যাটিকান জানিয়েছে, ‘অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর রোমের জেমেলি হাসপাতাল থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেন পোপ ফ্রান্সিস।’
রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার বলেন, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি খুব খুশি। আলফিয়েরি সতর্ক করেছেন যে, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ