চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের নীচ থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে ফোন দিলে পুলিশ সাড়ে ৫টার দিকে মরদেহ হেফাজতে নেয়। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বস্তা ও কম্বল পেচানো একটা পুটলি ফ্লাইওভারে পাশে দীর্ঘক্ষণ পরে থাকতে দেখি। কৌতূহলবশত জিনিসটা কি দেখতে গিয়ে দেখি এটা একটি লাশ। লম্বা চুল ও বোরকা দেখে বুঝতে পারি এটা একটা মহিলার লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বস্তার মুখ খুলে দেখে লাশটির মুখ বিকৃত। তারা পরে লাশ চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল বলেন, খবর পেয়ে আমরা বস্তাবন্দি অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছি। ওই নারীর বয়স অনুমানিক ২৮ হতে পারে। আমরা লাশ চমেক হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বলেন, প্রায় ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। জানতে পেরেছি এটি একটি নারীর লাশ, যা বস্তাবন্দী অবস্থায় ছিল। ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানতে পারিনি। পরিচয় শনাক্তের কাজ চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ