পড়া হয়েছে: ৩৪
চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরিতে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মগেনঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। রাতের বেলায় স্বামী সিরাজুল ইসলাম বাড়িতে ফিরে স্ত্রীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন