নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন সিপ্লাসটিভির এক সাক্ষাৎকারে বলেন, হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছিল সাজ্জাদের উপর। সিএমপি পুলিশ সাজ্জাদকে হেফাজতে নেওয়ায় সে প্রাণে বেঁচে যায়। মূলত সাজ্জাদ বিএনপি করতো, এ কারণে বেশ কয়েকবার জেলও খাটতে হয়েছে তাকে।
স্বামীকে নির্দোষ দাবি করে সাজ্জাদের স্ত্রী তামান্না বলেন, তার (সাজ্জাদ) বিরুদ্ধে সব মামলা মিথ্যা। সত্য হলে আগে তাদেরকে (পুলিশকে) প্রমাণ করতে বলেন। মানুষ তাকে যেভাবে খারাপ বলছে সাজ্জাদ মোটেও এমন না। এমন হলে আমি কখনোই তার সাথে সংসার করতে পারতাম না।
এর আগে সাজ্জাদকে গ্রেপ্তারের পর তামান্নার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। এতে তামান্নাকে বলতে শোনা যায়, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। এই ভাইরাল ভিডিও সর্ম্পকে তামান্না বলেন, আমি অনুতপ্ত, এমন কথা আমার বলা উচিত হয়নি। আমাকে দিয়ে জোর করে বলানো হয়েছে।
বিস্তারিত ভিডিও নিউজে দেখুন—