আট কিশোরের একদিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:  নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় আট কিশোরের একদিন করে রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার (১৯ মার্চ) চট্টগ্রাম আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জম জম ফার্মেসির সামনে ১৫-২০ জন কিশোরের একটি দল আচমকা হামলায় জড়িয়ে পড়ে। এতে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করে।

পরবর্তীতে আদালতের নির্দেশে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের কিশোর রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, পাঁচলাইশ থানার মামলায় ৮ কিশোরের প্রত্যেককে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top