পেকুয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মোহাম্মদ মকছুদ আহমদ (৪০) উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ৭ বছরের শিশু কন্যা (ছদ্ম নাম পারু) মাদ্রাসায় যাওয়া পথে অভিযুক্ত মকছুদ থাকে ফুসলিয়ে মৎস্য ঘেরের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। এসময় শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে থাকে।

ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে পরিত্যক্ত ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তির কবল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পেকুয়া থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মকছুদকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়, এসময় ঘটনাস্থল থেকে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন আটক করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি অতিব গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top