রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের দুইদিন পর উদ্ধার হয়নি। সোমবার বেলা ১২টার দিকে কর্ণফুলী নদীর কোদালা অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের নাম মোহাম্মদ সাকিল (১৩)। সে উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাইখালী সুলতানিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজের স্বজন আবদুর রহমান জানান, সোমবার বেলা ১২টার এক বন্ধুর সাথে গোসল করতে নেমেছিলো সাকিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর দুইদিনেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে প্রথমদিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। ভাটার সময় সে ডুবেছিল, তখন নদীতেও প্রচুর স্রোত ছিল। ২৪ ঘন্টার মধ্যে ভেসে উঠার কথা। হয়ত কোথাও আটকে রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এসএ