রমজানে ভাড়া কমালো ‘চট্টলা চাকা এক্সপ্রেস’

চাটগাঁ নিউজ ডেস্ক: রমজান আসলে আমাদের দেশে ভোগ্যপণ্যের পাশাপাশি নানা সেবার চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নামেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। ফলে রমজান প্রবেশ করতেই দাম বেড়ে যায় মাছ-মাংস-তেলসহ নানা পণ্যের। পরিবহনসহ নানা সেবাখাতে আদায় করা হয় বাড়তি অর্থ।

সবাই যখন রমজান ঘিরে দাম বৃদ্ধির চিন্তায়, ব্যতিক্রম সেখানে শহরের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চট্টলা চাকা এক্সপ্রেস। পবিত্র রমজান উপলক্ষে নগরীর বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্দিষ্ট পরিমাণ ভাড়া ছাড় দিচ্ছে পরিবহন সংস্থাটি।

জানা যায়, রমজানে বিভিন্ন দূরত্বে ১০-২০ টাকা পর্যন্ত ভাড়া ছাড় দিচ্ছে চট্টলা চাকা এক্সপ্রেস। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা অপরিবর্তিত রাখলেও ৩০ টাকার ভাড়া ২০ টাকা, ৪০ টাকার ভাড়া ৩০ টাকা, ৫০ টাকার ভাড়া ৪০ টাকা, ৬০ টাকার ভাড়া ৫০ টাকা, ৭০ টাকার ভাড়া ৬০ টাকা, ৮০ টাকার ভাড়া ৭০ টাকা, ৯০ টাকার ভাড়া ৮০ টাকা এবং ১০০ টাকার ভাড়াও ৮০ টাকা করা হয়েছে।

নগরীর দেওয়ানহাট এলাকায় চট্টলা চাকা এক্সপ্রেসের যাত্রী শাহরুখ রহমান বলেন, সবাই যেখানে রমজানে নানা ক‚টকৌশলে সবকিছুর দাম বৃদ্ধি করে, চট্টলা চাকা সেখানে ভাড়া কমিয়েছে। এটা সব জায়গায় ছড়িয়ে পড়–ক। আর এর জন্য আমরা যাত্রীরা চট্টলা চাকা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

অনেকটা একই কথা বলেন আরেক যাত্রী শায়লা শারমীন। তিনি বলেন, এটা আসলেই ব্যতিক্রম। রমজানে যেহেতু খরচ বাড়তি, তাই আমরা যারা নিয়মিত চলাচল করি আমাদের জন্য এটা আশীর্বাদ। এমন জনকল্যাণকর উদ্যোগের জন্য চট্টলা চাকা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

পরিবহন প্রতিষ্ঠানটির ভাড়া কমানোর বিষয়টি নিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভাড়া কমানোর বিষয়টি পরিবহন খাতের জন্য একটি দৃষ্টান্ত। অন্যরা যেখানে রমজান আর ঈদ ঘিরে ভাড়া বৃদ্ধি করে সেখানে চট্টলা চাকার ভাড়া কমানোর বিষয়টা সবার জন্য উদাহারণ হতে পারে। এখানে সবার ফোকাস করা উচিত। এভাবে পরিবহন মালিকরা চাইলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারেন। তাছাড়া পরিবহন মালিকদের বিরুদ্ধে যাত্রীদের দীর্ঘদিনের যে অভিযোগ, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবেন।

ভাড়া কমানোর বিষয়ে চট্টলা চাকা এক্সপ্রেসের মহাব্যবস্থাপক মহিউদ্দিন শাকিল বলেন, রমজান সিয়াম সাধনার মাস। এই মাস ঘিরে বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলো বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে সেটির চর্চা নেই। আমরা যেহেতু যাত্রীবান্ধব সেবা দিতে চাই, সবসময় যাত্রীদের বিষয়টি আমাদের মাথায় থাকে। তাই পবিত্র রমজানে আমরা ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চট্টগ্রাম অন্তঃজেলা পরিবহনের মধ্যে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস শুরু করে চট্টলা চাকা এক্সপ্রেস। ২০২২ সালের ২৩ মে বেশ ঘটা করেই এই আরামদায়ক বাস সার্ভিসটি যাত্রা করে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে বন্দরনগরীতেও যাত্রা করে বাস সার্ভিসটি। নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড় পর্যন্ত চলাচল করে চট্টলা চাকা এক্সপ্রেস। নগরীর বিভিন্ন এলাকায় স্থাপিত ১৬টি কাউন্টারের মাধ্যমে টিকেট কেটে এই পরিবহনে যাতায়াত করছেন যাত্রীরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top