আনোয়ারায় টাকার বিরোধে মাদক ব্যবসায়ী খুন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে মাদকের ব্যবসার পাওনা টাকার দ্বন্দ্ব নিয়ে মাদক ব্যবসায়ী মানিক (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মানিক স্থানীয় ভিংরুল এলাকার মো. সৈয়দের ছেলে। এ বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রাসেল নামের অপর এক যুবকের সাথে মাদক ব্যবসার টাকা নিয়ে মানিকের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় রাসেল ও তার এক সহযোগির সাথে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজরনরা মানিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক রাত ২ টায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন বলেন, থানায় আইনগত প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top