কাজীর দেউরী থেকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ১২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাজীর দেউরী এলাকায় কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার সময় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরী এলাকার করিম ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, কাজীর দেউরী এলাকার করিম ভবনের দ্বিতীয় তলায় একটি ব্যাচেলর বাসায় জুয়ার আসর বসছিল। পুলিশ রাত আড়াইটার টার দিকে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ সুমন (২৬), মোঃ তাহের (৩৫), মোঃ ইকবাল (২৭), জামাল মিয়া (৫০), সাদ্দাম (৩৫), মোঃ মোস্তফা (৫০), মোঃ মনির (৩৮), মনির হোসেন (২৮), মকবুল হোসেন (৩৬), তোফাজ্জল হোসেন (৩৭) এবং আক্তার হোসেন (২৮)।

আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানানো হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top