ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুরাতন স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের পাশে একটি খালি জায়গায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

কোতোয়ালী থানার এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল ওরফে কাউছার (২৫), মোঃ জালাল হোসেন ওরফে বাচা মিয়া (৩৫), মোঃ তানভীর ওরফে তোফাজ্জল (২২), সাকিব (২০) ও মোঃ নুর নবী (২০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলা চালিয়ে টাকা, মোবাইল ও দামী জিনিসপত্র লুট করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় আরও ৪-৫ জন পালিয়ে যায়, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top