নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) শতভাগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের (FDI) মাধ্যমে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডিপি ক্লিনটেক। বিশ্বব্যাপী পাঁচটি দেশে তাদের প্লান্ট চালু রয়েছে।
সোমবার (১৭ মার্চ) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে ডিপি ক্লিনটেক প্রতিনিধিদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রতিষ্ঠান প্রতিনিধিরা এই প্রস্তাব তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ডিপি ক্লিনটেকের ব্যবস্থাপনা পরিচালক মেথিও মোলেনা, ডিপি ক্লিনটেকের স্থানীয় প্রতিনিধি তারিকুল ইসলাম, মো. মারুফ ও ক্যাপ্টেন জাবেদ।
সভায় প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরেফিন নগরের ওয়েস্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন।
চসিকের এই উদ্যোগ সফল হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ