ফের পিছু হটলো রেল শ্রমিকরা, ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রেল কর্মকর্তাদের আশ্বাস পেয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি তোলা অস্থায়ী শ্রমিকরা আবারও প্রত্যাহার করেছেন ঢাকার রেলভবন ঘেরাও কর্মসূচি। আগামী সাতদিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি দাওয়া নিষ্পত্তির আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেল সূত্রে জানা যায়, অস্থায়ী শ্রমিকদের বেতন ও স্থায়ী করণের দাবিদাওয়া বেশ দীর্ঘদিনের। এর আগেও একের পর এক আন্দোলেনর ডাক দিলেও কোন সুরহা করতে পারেননি অস্থায়ী শ্রমিকরা। প্রতিবারই রেলওয়ের কর্মকর্তারা আশ্বাস দেন। কিন্তু এর কোনো সমাধান আসে না!

কর্তৃপক্ষের আশ্বাসের পর রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী আগামী রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান। তবে বাকি দাবিগুলোর বিষয়ে স্পষ্ট না করলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে সোমবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং রেলভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কয়েকশ অস্থায়ী শ্রমিক বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় তারা প্রধান ফটক অবরোধ করে দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন।

জানা যায়, আন্দোলন চলাকালে বেলা ১১টায় রেলওয়ে নিরাপত্তার বাহিনীর কমান্ড্যান্ট শফিক মৃধা রেলভবনের সামনে এসে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অনুরোধ জানান। পরে মন্ত্রণালয়ের অনুরোধে সাড়া দিয়ে মোহাম্মদ শাওন, ফেরদৌস, সাব্বির ও লিখন নামের চারজন শ্রমিক প্রতিনিধি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বেতন পরিশোধ এবং অন্যান্য দাবিদাওয়া নিষ্পত্তি করতে আগামী রোববার পর্যন্ত সময় নেন। পরে শ্রমিকদের প্রতিনিধিরা মেনে নিয়ে বেলা সাড়ে বারোটায় কর্মসূচি প্রত্যাহার করেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিক সংগঠনগুলোর কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেন, রেল কর্তৃপক্ষ এর আগেও বার বার আশ্বাস দিয়েছেন, তবে তা কখনোই কার্যকর হয়নি। এবার তারা আবারো সাত দিনের সময় চেয়েছে, এই সময়ের মধ্যে মন্ত্রণালয় কী পদক্ষেপ নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। বকেয়া বেতন ও দাবি পূরণ না হলে এবার আর কোন ছাড় হবে না।

মোহাম্মদ হোসেন আরও বলেন, আমাদের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধের পাশাপাশি সৈয়দপুরে ছাঁটাই করা ১০৯ জন অস্থায়ী শ্রমিককে আবারও চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর আমরা যারা দীর্ঘদিন ধরে রেলে চাকরি করছি তাদের কীভাবে স্থায়ী করা যায় রেলপথ মন্ত্রণালয়কে সে ব্যবস্থা করতে হবে।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top