আলিফ হত্যা মামলার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই আসামি রাজীব ও চন্দনকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন। শুনানির সময় চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য আদালতে উপস্থিত ছিলেন

গত বছর ২৬ নভেম্বর চট্টগ্রাম কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাশেকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালত।

ওইদিন দুপুরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজনভ্যান আটকে দেন। তারা প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া আলিফের বড় ভাই ১১৬ জনের নাম উল্লেখ করে বিস্ফোরণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।

চাটগাঁ নিউজ/ইডি/এমকেএন

Scroll to Top