পড়া হয়েছে: ১১
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তর করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন— মো. খোকন (৩৫)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পালাসূতা এলাকার হাশেম মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গতরাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা ছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন