পুলিশ কর্মকর্তাদের কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা?

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

ঠিক কী কারণে এ বৈঠক তা এখনও জানা না গেলেও তবে দেশের বর্তমান পরিস্থিতির আলোকে পুলিশের সকল স্তরের কর্মকর্তাদের আরো কঠোরতার সাথে দায়িত্ব পালনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দিয়েছেন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনু্ষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বিশেষ এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top