চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে নির্মল খীসা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা দিকে জেলার সদর উপজেলার সাপছড়ি যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি দলটির কালেক্টর ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাপছড়ির ইউনিয়নের ৬নং ওয়ার্ড খামার পাড়া এলাকায় ২ থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এর পরপরই নির্মল খীসার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, আমরা যতটুকু শুনেছি, রবিবার সকাল ৯টায় নির্মল খীসা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্মল খীসা আঞ্চলিক দল ইউপিডিএফ করতো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করছে।
এদিকে নির্মল খীসাকে হত্যার জন্য জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। সংবাদ মাধ্যমে ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা কর্তৃক প্রদত্ত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার (১৬ মার্চ) সকাল ৯টায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামার পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি চালিয়ে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায়।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশে করে আরও বলা হয়, ইউপিডিএফ নেতা নির্মল খীসার হত্যাকারীদেরসহ হত্যাকাণ্ডের মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ