পটিয়া শেভরণ হসপিটাল সাময়িক বন্ধের নির্দেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: ভুল চিকিৎসায় ৩ মাস ২০দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় পটিয়ায় শেভরণ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন।

শনিবার (১৫ মার্চ) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, একটি শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিভিল সার্জন থেকে বেসরকারি এ হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ারকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি হয়তো চলতি সপ্তাহেই এর তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে জমা দিবেন।

চিঠিতে উল্লেখ করা হয়, শিশু মৃত্যুর ঘটনায় উদ্ভুত পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় শেভরন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আফসা নামে শিশুটি। শিশুটির কানে সমস্যা ছিল, একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত ছিল।

চার মাসে ওই শিশুটির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে ভাঙচুর করে রোগীর স্বজনরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top