আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিরহাট ব্রাক্ষণপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্তরা হল স্থানীয় মেন্টন শর্মার পুত্র সেবক চক্রবর্তী ও তার ভাই বাসক চক্রবর্তী। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। আগুনে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত সেবক চক্রবর্তী বলেন, কিছুদিন আগে মেয়ের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধার-দেনার খরচ মেটানোর জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে এনে ঘরে রেখেছিলাম। আগুনে সে টাকা ছাই হয়ে গেছে। সে সঙ্গে পুড়ে গেছে মালামাল ও ৩ ভরি স্বর্ণ।
অপর ক্ষতিগ্রস্ত বাসক চক্রবর্তী বলেন, আগুনে সব কিছুই শেষ। এখন কোথায় যাবো? শুধু পরনের কাপড়টা নিয়ে ঘর থেকে বের হেতে পেরেছি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, আগুনে একই পরিবারের দুই ভাইয়ের ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস যাওয়ার আগে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন