মিরসরাইয়ে বালু উত্তোলনে বাধা, নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে উত্তোলনকারীরা।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন- করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা মাহমুদুল হকের ছেলে নাজিম উদ্দিন (৫৫), একই বাড়ির জালাল আহম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

আহত নাজিম উদ্দিনের ছেলে শিপন আহমেদ জানান, গত কিছুদিন ধরে স্থানীয় সিরাজ মেম্বার, মুরাদ, সজিব ও মিজানের নেতৃত্বে আমাদের জমি কেটে স্যালো মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। শনিবার সকালে তাদের বালু উত্তোলনে বাধা দিলে আমার বাবাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মোল্লা বাড়িতে হামলা করে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে সিরাজুল ইসলাম মেম্বার জানান, আমাদের নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হামলা ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, অলিনগরে বালু উত্তোলনকে ঘিরে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top