সিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫০

চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানায় থেকে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত থেকে ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযানে সিএমপির ডবলমুরিং মডেল থানা, বায়েজিদ বোস্তামী, হালিশহর, বাকলিয়া, সদরঘাট, বন্দর, চকবাজার, কর্ণফুলী, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ, পাহাড়তলী, কোতোয়ালী, ইপিজেড, খুলশী ও পতেঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং মডেল থানার মোঃ রুবেল (৩৪), মোঃ রজমান আলী (২৮), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মোঃ ইয়াসিন (২০) ও মোঃ সোহেল (২২)।

এছাড়া বায়েজিদ বোস্তামী থানার মোঃ শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মোঃ রেজাউল (২০) এবং হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মোঃ সাব্বির হোসেন (১৯) সহ আরও অনেকে।

এছাড়া সদরঘাট গুদাম শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির চৌকিদার (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০) এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ সেকান্দার আলম বাবর (৪৫) কে এই অভিযানে গ্রেফতার করা হয়।

সিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top