৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের নগরীর মাইলের মাথা এলাকায় আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম রঞ্জন (৭)। সে পটুয়াখালী জেলার বাবলু সরকারের সন্তান।

স্থানীয় বাসিন্দা কায়সার জানায়, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব এলাহি নিশ্চিত করেন যে, ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top