বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো.মোরশেদ আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার চরণদ্বীপ ভরা পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোরশেদ চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার মৃত আকবর আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া মোরশেদ সাবেক ইউপি সদস্যও ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top