পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছে ৫ টি বসতঘরের ৮ টি পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালীর বটতলিয়া পাড়া এলাকায় আগুনের এ দুর্ঘটনা ঘটে।

এসময় আগুনে ওই এলাকার শমশুল আলমের পুত্র বদিউল আলম, মৃত ছৈয়দুল হকের পুত্র মোঃ নুরু ,মৃত শফিউল আলমের ছেলে আবু ছৈয়দ, আবছার উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন, বদিউল আলমের ছেলে শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুর ছেলে আবদুল করিম, নজির আহমেদের ছেলে নুর মোহাম্মদ, মৃত আরফাতের স্ত্রী জেয়াছমিন আক্তারের বসতবাড়ি মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কম্বল বিতরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, দুপুরে আমার ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি ঘর পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলো পরিদর্শন করেছি। ৫ টি বসতঘরে ৮ টি পরিবার বসবাস করত। প্রাথমিকভাবে এসব পরিবারকে ইফতার সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। তাদেরকে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রস্তাবনা পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/সুমন/এমকেএন

Scroll to Top