চট্টগ্রামের ৯ আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহের পথে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে নয়টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই সূচিতে ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) থেকে পূর্ব রেলের এসব আন্তঃনগর ট্রেন নতুন সূচিতে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।

পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, নতুন সূচিতে ট্রেন চলাচল করবে। এজন্য টিকেট বিক্রিও সে হিসেবে করা হচ্ছে। কয়েক বছর পর পর ট্রেনের সিডিউল নতুন করে করা হয়। এতে করে ট্রেন ছাড়া ও পৌঁছার সময়ে পরিবর্তন করা হয়ে থাকে।

এর আগে গত ২০২৩ সালের ১ ডিসেম্বর পূর্ব রেলের সময়সূচির পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুসারে, আন্তঃনগর ট্রেন “সুবর্ণ এক্সপ্রেস” চট্টগ্রাম থেকে সাড়ে ৭টার বদলে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় ছাড়বে। “সোনার বাংলা এক্সপ্রেস” চট্টগ্রাম থেকে বিকেল পৌনে ৫টার বদলে ৫টায় ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টায় আগের সময়ই ছাড়বে।

চাঁদপুরগামী “মেঘনা এক্সপ্রেস” নতুন সূচিতে সন্ধ্যা ৬টার বদলে বিকেল সোয়া ৫টায় ছাড়বে। একই ট্রেন চাঁদপুর থেকে সকাল ৫টাতেই ছাড়বে। জামালপুরগামী “বিজয় এক্সপ্রেস” চট্টগ্রাম থেকে ছাড়ার সময় সকাল সোয়া ৯টায় ঠিক থাকলেও জামালপুর থেকে ছাড়ার সময় বদলেছে। রাত ৮টা ১০ মিনিটের বদলে ছাড়বে রাত ৮টায়।

অন্যদিকে ঢাকামুখী “চট্টলা এক্সপ্রেস” আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়বে ২টা ১৫ মিনিটে। এছাড়া “কক্সবাজার এক্সপ্রেস” কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটের সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। অপরদিকে “পর্যটক এক্সপ্রেস” রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্য চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা হেরফের হয়েছে। “প্রবাল এক্সপ্রেস” কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে ছাড়বে। সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত ৮টায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top