চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দুনিয়া ছাড়ার স্ট্যাটাস দেওয়ার ঠিক ৯ ঘন্টা পর আরমানুল ইসলাম শান্ত (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
গভীর রাতে পরিবার সদস্যদের অজান্তে বাড়ির উঠানের গাছে রশি বেঁধে ও গলায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ওই যুবক।
পুলিশ জানায়- আজ সোমবার (১০ মার্চ) ভোর ছয়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া থমতলা এলাকায় মৃত সেলিম উদ্দিনের বাড়ির উঠানের গাছে বাঁধা রশিতে ওই যুবকের মরদেহ ঝুলছিল।
স্থানীয়দের কাছ থেকে এই সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আত্মহত্যাকারী যুবক আরমানুল ইসলাম শান্ত ওই এলাকার মৃত সেলিম উদ্দিনের পুত্র। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তিন দিন আগে থেকে একাধিক পোস্ট করেন ওই যুবক। তিন দিন আগে স্ট্যাটাস দেন- ‘আমি আমার মত চলবো, চলার স্বাধীনতা চাই, আমার বিষয়ে বিচার আসলে কেউ কিছুই বলতে পারে না। ১১ ঘন্টা আগে লেখেন-আসলেই মারা গেলে ভাল হবে। হে আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুলে নাও, আর বাঁচতে চাই না। আত্মহত্যার ঠিক ৯ ঘন্টা আগে লেখেন- আমি খারাপ না, এই দুনিয়ায় না থাকলে চলবে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব সাকিব বলেন, আত্মহত্যাকারী শান্ত’র বড় ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায়ি না করে অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
চাটগাঁ নিউজ/এমকেএন