হালদায় অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জাল জব্দ

রাউজান প্রতিনিধি: হালদা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত প্রায় ৪ হাজার ২০০ মিটার চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকাল ৪ টায় রামদাস হাটস্থ নৌ পুলিশের ফাঁড়ির সামনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এরপূর্বে গত রবিবার রাতে হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে কোতোয়ালিঘোনা পর্যন্ত রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তর ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা জালগুলো উদ্ধার করা।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসাইন আজাদী বলেন, আমরা গত রবিবার রাতে অভিযান পরিচালনা করে ৪ হাজার ২শত মিটার ঘেরজাল জব্দ করেছি। জব্দকৃত জালগুলো আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এই জালগুলো স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে পুড়িয়ে ধ্বংস করি।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান, চলতি বছরে এপর্যন্ত ২৯ হাজার ৫০০ মিটার ঘেরজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top