আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারূয় ৫ হাজার ৪শত পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৯) মার্চ দিবাগত রাত উপজেলার বারশত ইউনিয়নের হাজি পুকুরপাড় বখতিয়ার পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত হলেন, উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়া গ্রামের মোঃ ওবায়দুল আলমের ছেলে মোঃ মনির।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সিভিল সোর্স তথ্যের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন মোঃ নাফিস সাদিক রিফাত নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ মনিরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাসা তল্লাশি করে ৫ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ৫ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন