বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড, ৬৩ লিটার তেল জব্দ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় লাকি স্টোরের মালিক উজ্জ্বল দেবকে ৫ হাজর টাকা, রাসেল স্টোরের মালিক মোঃ রাসেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ওজনের লিটারে ১২০মিলি কম থাকায় ৬৩ লিটার তেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top