পড়া হয়েছে: ৩০
চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়ার বদরখালীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।
চকরিয়ার বদরখালীর পুরাতন বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও পরে তার লেলিহান থেকে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুনে তানিয়া ষ্টোরসহ মোট সাতটি দোকান পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় একাধিক দোকান পুড়ে যাওয়ার আশংকা থেকে রক্ষা পায়।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান বলেন, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আপাতত ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনও আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন