চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় গণপিটুনিতে দুই জামায়াতকর্মীর মৃত্যুর ঘটনার ৫ দিন পর অবশেষে মামলা হয়েছে। ওই মামলায় ডাকাতের গুজব ছড়িয়ে দুজনকে ‘পরিকল্পিতভাবে হত্যা’র অভিযোগ এনে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৪৭ জনকে। এছাড়া ১০ থেকে ১৫ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি।
শনিবার (৮ মার্চ) রাতে সাতকানিয়া থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত আবু আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার।
রোববার (৯ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, শনিবার রাতে নিহত ছালেকের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। সেখানে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে নিহত হন উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও একই ইউনিয়নের গুরগুরি এলাকার মোহাম্মদ আবু ছালেক (৩৫)। যারা জামায়াতকর্মী হিসেবে এলাকায় পরিচিত। উক্ত ঘটনায় স্থানীয় এক দোকানিসহ চারজন গুলিবিদ্ধ হন।
জানা গেছে, গণপিটুনিতে নিহত ছালেকের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, তার মধ্যে দুটি হত্যা। এছাড়া চুরি ও বিস্ফোরক আইনেও মামলা আছে। নেজামের বিরুদ্ধেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ