রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র দুটো আবাসিক হলে মাদক (গাঁজা) সেবনের সময় ১৩ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে হলের প্রভোস্ট ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, গতরাতে (শুক্রবার) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দলের মাদক বিরোধী অভিযানে দুটি হতে কিছু শিক্ষার্থীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে। সংখ্যায় কতজন ছিল তা লিখিত আকারে এখনও আমাদের কাছে পৌঁছায়নি।
আগামীকাল (রবিবার) আড়াইটার দিকে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তাদের অপরাধ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে চুয়েট প্রশাসন। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ মোহাম্মদ শাহ হলে মাদক সেবন ও নিজ অধিকারে মাদক রাখার দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ