গুলিয়াখালী সৈকতে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে।

ভুক্তভোগী ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ছাত্রীর বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করলেও পালিয়ে যায় ধর্ষকরা।

স্থানীয় বাসিন্দা মাসুম আলম চাটগাঁ নিউজকে বলেন, আমরা এক কিশোর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করি। মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে আমাদের জানালে আমার পুলিশে খবর দিই।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা আইনি পদক্ষেপ নিব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top