পাহাড়তলীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সাগরিকা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রিয়তোষ বণিক (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন প্রিয়তোষ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত প্রিয়তোষকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top