মাদকের টাকা না পেয়ে মাকে জবাই, বাবাকে কুপিয়ে জখম

চাটগাঁ নিউজ ডেস্ক : খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য মা ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌন ১টার দিকে জেলার মাটিরাঙার উপজেলার বেলছড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম আবুল কালাম (৩৮)। সে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় নেশার টাকার জন্য মা আমেনা বেগমকে (৬০) জবাই করে হত্যার চেষ্টা করেছে আবুল কালাম নামে এক মাদকাসক্ত ছেলে। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিমকে (৭০) কুপিয়ে জখম করা হয়।

এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ঘাতক আবুল কালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top