নিজস্ব প্রতিবেদক: ক্লিন বাংলাদেশ’ আয়োজিত “প্লাস্টিক আনুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিন”- প্লাস্টিক এক্সচেঞ্জ কর্ণারে এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে দেড় কেজি আলু পাওয়া যাচ্ছে। অথবা এক কেজি প্লাস্টিক বর্জ্যের বদলে পাওয়া যাচ্ছে ৫০০ গ্রাম পেঁয়াজ/চিড়া/৩টি ডিম/২৫০ গ্রাম ছোলা।
আজ শুক্রবার (৭ মার্চ) চকবাজার কাঁচাবাজার এলাকায় চালুকৃত প্লাস্টিক এক্সচেঞ্জ কর্ণার উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি নগরবাসীদের কাছ থেকে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে তাদের হাতে পছন্দসই নির্ধারিত ভোগ্যপণ্য তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, এ বর্ষায় নগরীর জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। আমাদের নগরীকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে হলে খাল নালা গুলোকে বর্জ্যের হাত থেকে বাঁচাতে হবে। প্লাস্টিক বর্জ্য, পলিথিনে খাল নালা একেবারে ভরাট হয়ে যাচ্ছে। তাই সিটি করপোরেশনের উদ্যোগে খাল নালা খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এ কাজে ভূমিকা রাখতে হবে। যত্রতত্র প্লাস্টিক,পলিথিন বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, সামাজিক সংগঠন ক্লিন বাংলাদেশ চলতি রমজানে নগরীর বহদ্দারহাট, চকবাজার ও আগ্রাবাদ কাঁচাবাজারে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্ণার চালু করেছে। এর মধ্য দিয়ে সংগৃহিত প্লাস্টিক বর্জ্যের রিসাইক্লিংয়ের মাধ্যমে এগুলোকে শক্তিতে রূপান্তর করা হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও এ ধরণের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা চলছে। পচনশীল বর্জ্যকে জৈব সার ও অপচনচীল বর্জ্যকে ভিন্ন শক্তিতে রূপান্তর করে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে আমাদের প্রাইমারি কাজ হচ্ছে খাল-নালাগুলোকে বর্জ্যের হাত থেকে রক্ষা করা।
ক্লিন বাংলাদেশ’র পক্ষ থেকে জানা গেছে, রমজান মাস জুড়ে নগরীর তিন পয়েন্টে চালুকৃত প্লাস্টিক এক্সচেঞ্জ কর্ণারে ২ কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ২.৫ কেজি আলু/১.৫ কেজি পেঁয়াজ /১ কেজি চিড়া/১৫০ গ্রাম খেজুর /৬টি ডিম/৫০০ গ্রাম ছোলা পাওয়া যাবে। এ অনুপাতে ৩ কেজি,৪ কেজি ও ৫ কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে তালিকায় নির্ধারিত আলু, পেঁয়াজ, ছোলা, খেজুর,ডিম পাবেন নগরবাসীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ, ক্লিন বাংলাদেশ প্রতিষ্ঠাতা শওকত হোসেন টিম লিডার, তানভীর রিসাত, ইমন, আলভী, জাহিদ, তানজিফা, সদস্য সারু, নাজিফা, মুনতাসির, সাকিবসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ /ইউডি/এমকেএন/এসএ