চাটগাঁ নিউজ ডেস্ক: নিজের তৈরি বিমানে আকাশে উড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বুধবার দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন। ছয় ভাই, দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। অর্থাভাবে পড়া লেখা করতে পারেনি। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘জুলহাস মোল্লার গবেষণা কাজে সহযোগিতা করবে বিএনপি।’
জুলহাস মোল্লা বলেন, ‘তারেক রহমান আমাকে আর্থিক সহায়তা দিয়েছে, এতে আমি খুব খুশি হয়েছি। আমি তারেক রহমানসহ বিএনপিকে ধন্যবাদ জানাই।’
চাটগাঁ নিউজ/এমকেএন