নিজস্ব প্রতিবেদক : দেশে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে নিম্মমানের সেহেরি ও ইফতারি সরবরাহ করে যাত্রীসাধারণের কাছ থেকে গলাকাটা মূল্য আদায়ের অভিযোগ করেছেন যাত্রী অধিকার আদায়ে কর্মরত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল করিমের কাছে প্রেরিত এক পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে এমন অভিযোগ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়, ১ম ও ২য় রমজানে সংগঠনের সদস্যরা তুর্না নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনে সেহেরি ও ইফতারি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে। এ সময় দেখা গেছে, প্রায় প্রতিটি ট্রেনে অযোগ্য ও নিম্নমানের ইফতার-সেহেরি সরবরাহ করা হচ্ছে।
জানা যায়, উল্লেখিত ট্রেনগুলোতে ছোলা, পেয়াঁজু, বেগুনি, জিলাপি যে পরিমানে দেওয়ার কথা ক্যাটারিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই পরিমান ইফতারি ও সেহেরি সরবরাহ করা হচ্ছে না।
এদিকে, রেলওয়ে কর্তৃক সরবরাহকৃত সেহেরি-ইফতারির মূল্যতালিকা প্রতিটি কোচে দৃশ্যমান জায়গায় লাগানো বাধ্যতামূলক থাকলেও পর্যবেক্ষণে কোন ট্রেনেই এমন কোনো মূল্য তালিকা পাওয়া যায়নি। তবে ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার রশিদ ছাড়াই এসব খাবারের মুল্য আদায় করতে দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো রেলওয়ে কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে খাবার বিক্রি করছে।
আক্তার হাসান নামের এক যাত্রী বলেন, অতিরিক্ত মূল্য দিয়ে আমরা মান-গুণহীন খাবার ও সেহেরি কিনছি। তবে খাবারের বাজে অবস্থার কারণে এই খাবার না খেয়ে ফেলে দিতে হয়েছে।
এমন পরিস্থিতিতে যাত্রীস্বার্থ রক্ষায় ট্রেনের প্রতিটি কোচের দৃশ্যমান স্থানে সেহেরি ও ইফতারির মুল্যতালিকা লাগানোর ব্যবস্থা করার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির সদস্যরা।
তাদের দাবিগুলো হলো- খাবারের রশিদ প্রদানপূর্বক মূল্য আদায় করা। ট্রেনে মানসম্পন্ন সেহেরি ও ইফতার সরবরাহ করা এবং যাত্রী অধিকার সুরক্ষায় রেলপথ উপদেষ্টার যথাযথ মনিটরিং।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, আমরা সাধারণ যাত্রীদের অধিকার আদায়ে কাজ করি। আমরা আশা করবো রেলপথ উপদেষ্টার যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে ট্রেনের এই সকল অনিয়ম দূর হবে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ সম্পর্কে আমরা জেনেছি। ইতোমধ্যেই আমাদের মনিটরিং টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ট্রেনের সকল অনিয়ম দূর হবে।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ