একাধিকবার আমার জীবনে প্রেম এসেছে: প্রভা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি তিনি একজন মেকআপ আর্টিস্ট। প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে। বর্তমানে অভিনয় আর মেকআপ শিল্পী হিসেবে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে কাজের বাইরে সম্প্রতি নতুন করে আলোচনায় প্রভা। গুঞ্জন রটেছে অভিনেত্রীর প্রেমের। সেই গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নামও। এর মধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা।

অভিনেত্রীর কথায়, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’

প্রভা আরও বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি- সেগুলো গুজবই ছিল।’

প্রেম প্রসঙ্গে প্রভা জানান, একাধিকবার তার জীবনে প্রেম এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি।

এদিকে, প্রথম প্রেম প্রসঙ্গে ক্ষোভও প্রকাশ করেন প্রভা। তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী। আর সবশেষ প্রাক্তনদের বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘তাদের জন্য আমার তেমন কোনো বার্তা নেই। তারা প্রত্যেকেই ভালো মানুষ। তারা ভালো থাকুক, সুন্দর করে বাঁচুক। প্রত্যেকেই নিজের কাজের বিষয়ে সৎ থাকুক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top