নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেলে মালামাল চুরির দায়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক হাবিলদারকে ক্লোজড করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার (৩ মার্চ) ওই হাবিলদারকে ক্লোজড করে রেলওয়ে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, ক্লোজড করা ওই হাবিলদারের নাম রাকিব হাসান তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন।
রেল সূত্রে জানা যায়, রাকিবের বিরুদ্ধে রেলের মালামাল চুরিতে সহায়তা, অর্থ আত্মসাত এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে খুলশীতে একটি চেকের মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
রেল কর্তৃপক্ষ জানায়, পাহাড়তলী নিরাপত্তা চৌকির দায়িত্ব গ্রহণের পর থেকে এ দপ্তরে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকে, যা রাকিবের বিরুদ্ধে সন্দেহের সৃষ্টি করে। এই ঘটনায় রাকিবের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী সাধারণত রেলের মালামাল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। তবে এমন ঘটনা প্রতিবারই আরএনবি’র কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়াও এমন ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, যদি নিরাপত্তা বাহিনীর সদস্যরাই এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পড়েন, তবে তা পুরো সিস্টেমকে হুমকির মুখে ফেলতে পারে। তবে সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমে আসবে।
এদিকে, রাকিব হাসান তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যথাযথভাবে তদন্ত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএনবির (পূর্ব) চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ওই হাবিলদারের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ