পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া মাতামুহুরী নদী থেকে মুজিবুর রহমান (১৬) নামের এক টমটম ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈকত পাড়া এলাকায় মাতামুহুরী নদী থেকে নৌ-পুলিশ ও পেকুয়া থানা পুলিশ হাত পা বাধাঁ অবস্থায় তার লাশটি উদ্ধার করে। মুজিবুর রহমান চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া ৩নং ওয়ার্ডের আলী আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সৈকত পাড়া এলাকায় মাতামুহুরী নদীর মাঝে চরে আটকে থাকা একজনের লাশ দেখতে পেয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দিলে পেকুয়া থানা ও নৌ-পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। নদীর পাশের রাস্তায় নিহতের টমটম ইজিবাইকটি পড়ে ছিল তবে তাতে ব্যাটারী পাওয়া যায়নি।
নিহতের চাচা আলী হোছাইন বলেন, গত সোমবার (২মার্চ) মুজিব সেহেরি খাওয়ার পর গাড়ি নিয়ে বাড়ি থেকে বাহির হয়, এরপর থেকে তাঁকে খুঁজে না পাওয়ায় চকরিয়া থানায় জিডি করি, এখন ফেসবুকে নদীর চরে লাশ পাওয়া গেছে খবর পেয়ে পেকুয়া সৈকত পাড়া মাতামুহুরী নদীর তীরে এসে দেখলাম আমার ভাতিজার লাশ পড়ে আছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, আমার ভাই নিখোঁজের কয়েকদিন আগে বাড়ির পার্শ্ববর্তী কিছু লোক আমার ভাইকে দেখে নিবে বলে হুমকি দিয়েছিলেন। আমি ধারণা করছি এঘটনায় তারা জড়িত থাকতে পারে। আমরা আমার ভাই হত্যার বিচার চাই।
পেকুয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মোহাম্মদ মুজিব রহমান নামের এক কিশোরের লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে আমরা তাদের সাথে ছিলাম। তার পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে সে টমটম ইজিবাইক চালক এবং সে নিখোজ ছিলো। পরে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/সুমন/এমকেএন