কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পরে। তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top